অধ্যক্ষের বাণী


"বিসমিল্লাহির রহমানির রাহিম"


আসসালামু আলাইকুম। “সুপ্ত মেধার সুষ্ঠ বিকাশ” ও লক্ষ্যকে সামনে রেখে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসস্তুপের মধ্যে ১৯৯৫ খ্রিষ্টাব্দে ঐতিহাসিক সোনামসজিদ বক্ষে চির নিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এর সমাধী সংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রী কলেজটি স্থাপিত হয়।

 

১৯৯৫ খ্রিষ্টাব্দে রাজশাহী শিক্ষা বোড কর্তৃক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্বীকৃতি প্রাপ্ত হয়ে ২২৭ জন শিক্ষার্থী নিয়ে হাঁটি হাঁটি পাপা করে পথ চলা শুরু করে। কলেজটি ১৯৯৮  খ্রিষ্টাব্দে এম পি ও ভুক্ত হয় এবং পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল ও অবকাঠামোগত দিক দিয়ে দ্রুত উন্নায়ন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০০১-২০০২ শিক্ষাবর্ষে ডিগ্রী কোর্সের অধিভুক্তি লাভ করে। কলেজটির বর্তমান শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৭৩ জন এবং শিক্ষার্থীর সংখ্যা  ৯১০ জন।

 

এ বিশাল পরিবারের ভালমন্দ দেখার দায়িত্ব সুচারুভাবে পালন করা আমার একার পক্ষে অসম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষ স্থানে উপনীত হয়। আমি এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

দায়িত্ব ও কর্তবে অবিচল থেকে আমি যেন আমার আন্তরিকতা , নিষ্ঠা, সততা, আদর্শ ও ন্যায় পরায়নতা কে সর্বোচ্চ স্থান দিতে পারি এ পার্থনা করছি মহান আল্লাহ পাকের দরবারে।

 

শিক্ষা, শৃংখলা, প্রগতি এই মূল মন্ত্রকে হৃদয়ে লালন করে আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত হয়ে বর্তমান সরকারের  ভিশন ২০২১” ডিজিটাল বাংলদেশ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রী কলেজের সংক্ষিপ্ত তথ্য দিয়ে ডিজিটাল ওয়েব সাইটের মাধ্যমে শিক্ষক , শিক্ষার্থী, ও অভিবাবকগন খুব সহজেই কলেজের যাবতীয় তথ্য ও জরুরী /সাধারন বিÁপ্তি পেয়ে উপকৃত হবেন।

 


 এই ওয়েব সাইটের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরন করি ও কৃতঙ্গতা প্রকাশ করি-শুরু থেকে অদ্যাবদি যাঁদের মেধা, শ্রম, জমি, অথ©, সময় ও অক্লান্ত পরিশ্র্রমে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান । আমি আমার প্রানের স্পন্দন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বত্যমান গর্ভনিং বডি, শিক্ষক মন্ডলী, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক ও এলাকা বাসীকে অভিনন্দন জানাচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক দশদিকে। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি।